ভারতের নিয়ন্ত্রিত জম্বুকাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে।দুই দেশই তাদের কুটনৈতিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।উভয়ই তাদের সৈনিকদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।তবে কে আগে আক্রমণ করবে সেটাই দেখার বিষয়।যদিও ভারত ঘোষণা দিয়েছে তারা পাকিস্তানকে কঠিন জবাব দিবে। কিন্তু বাস্তবতা হল ভার+: এমন এক রাজনৈতিক অবস্থানে আছে যে বাস্তবতার কারনে ভারত কখনও আগে পাকিস্তানে আক্রমণ করবে না।তার প্রধান কারনগুলো নিম্নে আলোচনা করা হল।
১. ভৌগোলিক কারন:ভারত ভৌগোলিক ভাবে এমন এক জায়গায় আছে তার পার্শ্ববর্তী কোন দেশের সাথে তাঁর সম্পর্ক ভালো না।এক পাশে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে চীন পাকিস্তানের পক্ষ নিয়ে সব রকম সহযোগিতা করবে।হয়তো তারাও সরাসরি ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।তাই ভারত যতোটা পাকিস্তানকে ভয় না পায় তাঁর থেকেও চীনের সাথে পাকিস্তানের বন্ধুত্বকে বেশি ভয় পায়।
২.অর্থনৈতিক কারন: ভারতের অর্থনৈতিক অবস্থা অতীতের যে কোন সময়ের থেকে বেশি মজবুত।আর তা যদি পাকিস্তানের সাথে তুলনা কখনও হয় না।আর ভারত এখন যদি বড় কোন যুদ্ধে লিপ্ত হয় তাহলে তারা আবার ৫০ বছর পিছিয়ে যাবে।তাই ভারতের বড় বড় ব্যাবসায়ীদের চাপ থাকবে সরকারের উপর
৩.রাজনৈতিক কারন:ভারত আধিপত্য বিস্তারের যে নীতি অবলম্বন করার চেষ্টা করছে।সে কারনে ছোট ছোট দেশগুলো তাঁদের থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে নেপাল,ভুটান,শ্রীলংকা। এক সময় ভারত ধরেই নিয়েছিল নেপাল যেহেতু ৯৬% হিন্দুধর্মলম্বী তারা কখনওই ভারতে বিপক্ষে যাবে না। কিন্তু ২০০৮ সালে নেপালে ভারতের এই আধিপত্যের বলয় থেকে বের হয়ে চীনের মূখী হয়ে গেছে।আর ভুটানও চীনে আস্তা পাচ্ছে।শ্রীলঙ্কার জেলেদেরকে মাছ ধরাতে বাঁধার দেওয়ার কারনে শ্রীলঙ্কাও ভারত বিরোধী হয়ে উঠেছে।গত বছর পর্যন্ত ভারতের একমাএ বন্ধু রাষ্ট ছিল বাংলাদেশ কিন্তু ৫ই আগষ্টের পর থেকে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশের সাথেও তাদের সম্পর্ক শেষ।তাই ভারত যদি যুদ্ধে জড়িত যায় এই দেশগুলো যদি ভারত বিরোধীতা শুরু করে তাহলে ভারতের যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।আর ভারতে সহযোগিতা করার মত একমাএ ইসরায়েল ছাড়া কেউ নেই।ইসরায়েল নিজেরাই হামাস নির্মূল করতে নিজেদের হিমসিম খেতে হচ্ছে।আমেরিকা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে কানাডার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হবে কারন কানাডার সাথে ভারতের শীতল যুদ্ধ চলছে অনেকদিন থেকেই।
সর্বশেষ বলা যায় ভারত তাদের সর্বদিক বিবেচনা করে কখনই নিজেরা আগে আক্রমণ করার সাহস নেই।যদি পাকিস্তান হামলা করে তবে সে ক্ষেএে ভারত পাল্টা আক্রমণ করবে।একজন বাংলাদেশী হিসাবে আমাদের প্রত্যাশা থাকবে উভয় দেশ যেন যুদ্ধে না জড়িয়ে যায়। কারন যদ্ধ কখনওই সমাধান না।
লেখক
কলামিস্ট
শাহাদাত হোসেন ভূঁইয়া
সম্পাদক
ডিএনবি নিউজ