৫ই আগষ্টের পরে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত সেটা হল নির্বাচন। নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে ভিন্নভিন্ন মতামত উঠে আসছে।বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের মধ্যে বিবেধ প্রকট।
কেন বিএনপি নির্বাচন চায় এর কিছু উদ্দেশ্য আছে তা নিম্নে আলোচনা করা হল।
১.প্রতিটা রাজনৈতিক দলের লক্ষ উদ্দশ্যই হল সরকার গঠন করা এবং তাদের দলীয় আদর্শ
বাস্তবায়ন করা
২.বিগত ১৭ বছর বিএনপি ক্ষমতার বাহিরে তাই নিজেদের দলের চেইন অফ কমান্ড ঠিক করার জন্য নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সরকার গঠন করা।
৩.অনেক ক্ষেএেই সরকার গঠন ছাড়া দলীয় চাঁদাবাজ বা যারা দলের নামে অপকর্ম করে তাদের অনেককে শাস্তির মুখোমুখি করা যায় না।তাই তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য হলেও ক্ষমতায় যাওয়া জরুরি
৪.যেহেতু গত ৩ টা নির্বাচনে নতুন ভোটারেরা তাদের ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই তাই তাদের সেই সূযোগ করে দেওয়ার জন্য নির্বাচন দরকার
৫.যে বিষয়টার উপর বিএনপি বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হল বহিবিশ্বের সাথে সম্পর্ক তৈরি বা নতুন চুক্তি।কারন সারা বিশ্ব যানে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই সরকারের কোন নিদিষ্ট মেয়াদ নেই।তাই অনেক দেশই বাংলাদেশের সাথে ব্যাবসায়িক চুক্তি করতে খূ্ব বেশি আগ্রহ নেই চীন ছাড়া।
উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে বোঝা যায় বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল।তারা চাইবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে কারন দেশের মানুষ যে ৩১ দফা দিয়ে সেটার বাস্তবায়নের মূল হাতিয়ার হল সরকার গঠন করা।
মো:শাহাদাত হোসেন ভূঁইয়া
সম্পাদক ও কলামিস্ট
ডিভিএন নিউজ