প্রায় ৫০ বছরের এতিহ্যবাহী ঈদগাহ্ ময়দান। আজ প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত মানিকপুর ঈদগাহ্ ময়দান।অযত্নে,অবহেলায় ধসে পড়তেছে চারপাশের দেয়ালের ইট সিমেন্ট।বিশেষ করে গত ২ দশকে চোঁখে পড়ার মত তেমন কোন সংস্কার হয়নি এই ঈদগাঁ মাঠের।ঈদ আসলেই এর সংস্কারের জন্য মুসুল্লিরা দান করেন কিন্তু কোন এক অজানা কারনে সংস্কারের কাজবন্ধ হয়ে আছে বলে পাহাড়সম অভিযোগ সাধারণ মানুষের।আশেপাশের ৫/৬ গ্রামের প্রায় ৫ হাজার মুসুল্লি একসাথে ঈদের জামায়াত আদায় করেন।অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না করা গেলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশংকা করা হচ্ছে।