সারা দেশ যখন আছিয়ার শোকে কাতর তখন নোয়াখালীতে ঘটে আরেক ধর্ষণের খবর।
নোয়াখালী সেনবাগে হাত পা বেঁধে এক গৃহবধুকে ধর্ষন ও হত্যাচেষ্টা করে যুবক।একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষন ও হত্যা চেষ্টা করে ধর্ষক সুমন।সুমনের সাথে আরও একজন আছে বলে জানান ভুক্তভোগী।এই নিয়ে প্রতিবাদে উত্তাল পুরো গ্রাম।আজ শুক্রবার পরিকোট এ বিশাল এক মানব বন্দনের আয়োজন করে এলাকার যুব সমাজ।উক্ত মানব বন্দনে শত শত মানুষের উপস্থিত হয়।বক্তারা ধর্ষক সুমনের ফাঁসি দাবি কর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং অতি দ্রুত সুমনকে গ্রেফতারতের আবেদন জানান।
ধর্ষকের নাম: মো: সুমন পিতা ; আবদুর রশিদ গ্রাম:পরিকোট
থানা :সেনবাগ, নোয়াখালী