1. news@dnbnews.online : DNB NEWS : DNB NEWS
  2. info@www.dnbnews.online : DNB NEWS :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

ধর্ষনের বিরুদ্ধে বলতে গিয়ে ছাএদল কর্মী খুন

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরে ছাত্রদল কর্মী অপূর্বকে (২২) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। রবিবার (৯ মার্চ) রাতে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব ফতুল্লার মাসদাইল এলাকার খোকন মিয়ার ছেলে। আটক সম্রাট (২১) শহরের গলাচিপা এলাকার হোসেনের ছে। পেশায় গার্মেন্ট শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাঁহ থেকে ধর্ষণবিরোধী মশাল মিছিল বের হয়। আমাদের মিছিল শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। ওই মিছিলে অপূর্ব আমার পেছনে ছিল। মিছিল শেষে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। তখন বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানের সামনে কয়েকজন যুবক একজন বৃদ্ধের সঙ্গে ঝগড়া করছিল। বিষয়টি দেখে অপূর্ব তাদের থামাতে যায়। এ সময় ওই যুবকদের মধ্যে থেকে একজন তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারীদের একজনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আর আহত অপূর্বকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপূর্বের বাবা খোকন মিয়া বলেন, আমার ছেলে বিএনপির মিছিল করার জন্য এখানে এসেছিল। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। এ ছাড়া আমার ছেলে একজন গার্মেন্টস শ্রমিক। তার হত্যার বিচার চাই।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, নিহত অপূর্ব আমাদের দলের রাজনীতি করে। ধর্ষণবিরোধী মশাল মিছিল শেষে এ ঘটনা ঘটেছে। আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে আসল অপরাধীদের তথ্য বেরিয়ে আসবে। আমি মনে করি, এটা এক ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে। এ ছাড়া অন্য আসামিদের খুঁজে বের করতে হবে ও আইনের আওতায় আনতে হবে। আমরা এই হত্যার বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে আটক সম্রাট দাবি করেন, আমি কাউকে মারিনি।  আমি এ বিষয়ে কিছু জানি না।

তিনি বলেন, প্রতিদিনের মতো ওই রাতে আমি কাজ শেষ করে বাসায় ফেরার পথে  কয়েকজন যুবক আমাকে আটকে মারধর করেন। এক পর্যায়ে তারা আমাকে মারধর করে নিচে ফেলে দেয়। এরপর কীভাবে কী হয়েছে আমি কিছু জানি না।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সম্রাট নামে একজনকে আটক রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আটক রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট